Pay Dispute Protest

শিলিগুড়ি পলিটেকনিক কলেজে বেতন বঞ্চনার প্রতিবাদ, ধর্নায় বসলেন অস্থায়ী কর্মীরা

শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা দুই–তিন মাস বেতন না পেয়ে ধর্নায় বসেছেন। চাবি প্রিন্সিপালকে তুলে দিয়ে তারা বকেয়া বেতনের দ্রুত পরিশোধের দাবি করেছেন।

শিলিগুড়ি পলিটেকনিক কলেজে বেতন বঞ্চনার প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৭:২৫

দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম দুর্দশার মুখে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। অভিযোগ, গত দুই থেকে তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এই কর্মীদের মধ্যে রয়েছেন সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা সংক্রান্ত কর্মীরা।

বহুবার আবেদন-নিবেদন করেও বকেয়া বেতনের কোনও সমাধান না হওয়ায় শুক্রবার বাধ্য হয়ে ধর্নায় বসেন কর্মীরা। প্রতিবাদের অংশ হিসেবে তারা গোটা কলেজের চাবি প্রিন্সিপাল ইন চার্জের হাতে তুলে দেন।

কলেজের প্রিন্সিপাল ইন চার্জ প্রদীপ কুমার বসু বলেন, “কর্মীরা চাবি জমা করে দিয়েছেন। যে এজেন্সির মাধ্যমে এই অস্থায়ী কর্মীরা কাজে যোগ দিয়েছেন, তারা যদি কন্ট্রাক্ট রিনিউ না করে, তাহলে কর্মীদের সমস্যা আরও বাড়তে পারে। অস্থায়ী কর্মী অন্নপূর্ণা দে বলেন, “তিন মাস ধরে বেতন পাই না। কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”

এই প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে জয় চক্রবর্তী বলেন, “রাজ্য সরকার সরকারি টাকায় খেলা করে, মেলা করে, কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন দিতে অপারগ। তিন মাসের বেতন বকেয়া, কর্মীরা জানে না তারা কী খাবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে  অস্থায়ী কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

ঘটনায় কলেজ চত্বরে চরম অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দেখার, কখন এবং কীভাবে কর্মীরা তাঁদের প্রাপ্য বেতন পাবেন।


Share