Fake Army Arrested

শিলিগুড়ির শপিং মলে সেনার পোশাকে সন্দেহজনক ঘোরাঘুরি, পুলিশের জালে ব্যক্তি

শিলিগুড়ির মাটিগাড়ার শপিং মলে সেনার পোশাকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখা যায় ভবেশ ঘাটানিকে। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে আটক করে পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ, শুরু হয়েছে তদন্ত।

শিলিগুড়ি মহকুমা ও দেওয়ানি আদালত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৪:১৬

শিলিগুড়িতে সেনার পোশাকে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ মাটিগাড়ার একটি শপিং মলে সেনার পোশাক পরে ঘোরাঘুরি করছিলেন ভবেশ ঘাটানি নামে ওই ব্যক্তি। সেই সময় মলে কর্তব্যরত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন উইনার্স বাহিনীর নজরে পড়েন তিনি। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

এরপরই ওই ব্যক্তিকে আটক করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃত ভবেশ ঘাটানিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share