Subhendu Adhikary

শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য, তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে

শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের পদত্যাগ চান ও জানান মুখ্যমন্ত্রীর লাজ-লজ্জা নেই, তাই তাঁর পদত্যাগের দাবি অর্থহীন। দিল্লি বিস্ফোরণ নিয়ে বলেন, তদন্ত করছে এনআইএ। পাশাপাশি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের সুরক্ষিত ঘাঁটি হয়ে উঠেছে।

শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৬:০৭

বৃহস্পতিবার শিলিগুড়িতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে অংশ নিতে আসেন তিনি। সেখানেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। দুপুরে তিনি বিমানবন্দরে নামার পর সড়কপথে শিলিগুড়ির এক বেসরকারি হোটেলে পৌঁছান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে মুখ খুলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান মুখ্যমন্ত্রীর লাজ-লজ্জা বলে কিছু নেই, তাই আর পদত্যাগের দাবি জানিয়ে লাভ নেই। তাঁর এই তীব্র মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তপ্ত আবহাওয়া তৈরির সম্ভবনা দেখা দিয়েছে। 

সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের প্রসঙ্গ উঠলে প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ঘটনাটির তদন্ত করছে এনআইএ।

তাই এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। একইসঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ আজ সন্ত্রাসবাদীদের জন্য এক সুরক্ষিত ঘাঁটি হয়ে উঠেছে। তাঁর কথায়, সম্প্রতি রাজ্যের দুই জায়গা থেকে কুখ্যাত সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য শুধু প্রশাসন নয়, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকেও ঘিরে নতুন প্রশ্ন তুলেছে।


Share