Suvendu Adhikari

মালদহের চাঁচলে সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা, শর্তসাপেক্ষে শুভেন্দুকে অনুমতি হাই কোর্টের

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, শুভেন্দুর সভায় নয় হাজার জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। তার সঙ্গে ৭০টির বেশি মাইক্রোফোনও ব্যবহার করা যাবে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫২

অবশেষে শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপির সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বুধবার এই নির্দেশ দিয়েছেন।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, শুভেন্দুর সভায় ন’হাজার জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। তার সঙ্গে ৭০টির বেশি মাইক্রোফোনও ব্যবহার করা যাবে না।

মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে, নতুন বছরে এলাকায় ভিড় স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায়। তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

পাল্টা বিজেপির আইনজীবী বলেন, “এসডিপিও-র পক্ষে এই বিষয়ে অনুমতি বা নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নেই। তিনি শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন। তা নির্দেশ হিসেবে ধরা যায় না।”

রাজ্যের পক্ষের আইনজীবী বিবেকানন্দ বসু আদালতে জানান, পুলিশ ও এসডিও-র রিপোর্ট অনুযায়ী ওই এলাকার সভায় বিপুল সমর্থকের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “১৫ হাজার মানুষ এলে তাঁদের যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ কীভাবে করা হবে?”

নতুন বছরের সময় পুলিশ বাহিনী বিভিন্ন দায়িত্বে অত্যন্ত ব্যস্ত থাকে। তাই ভিড়ের চাপ কমানোর জন্য সংখ্যা কম রাখার অনুরোধ জানানো হয় রাজ্যের তরফে। সবদিক বিবেচনা করেই আদালত শর্ত বেঁধে দিয়েছে। তার পরেই বিরোধী দলনেতাকে জনসভা করার অনুমোদন দিয়েছে।

আগামী ২ তারিখ মালদহে সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Share