SIR Hearing Begins

শিলিগুড়ি এসডিও অফিসে শুরু এসআইআর শুনানি, 'আতঙ্ক নয়' বলছেন শংকর ঘোষ, হয়রানির অভিযোগ পাপিয়া ঘোষের

শিলিগুড়ি এসডিও অফিসে এসআইআর শুনানি শুরু, হেল্প ডেস্কে স্বস্তি৷ আতঙ্ক নেই বললেন শংকর ঘোষ, তড়িঘড়ি প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ পাপিয়ার ঘোষের।

তৃণমূলের হেল্প ডেস্ক
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮

শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হল এসআইআরের শুনানি পরিষেবা। এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প। যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ।

শংকর ঘোষ জানান, এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য হিয়ারিংয়ে আসতে হচ্ছে।

অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানান, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। আজকের সাধারণ মানুষকে দৌড়ে আসতে হচ্ছে এই হিয়ারিং এর জন্য।


Share