Bank Gunfire Chaos

ফাঁসিদেওয়া ব্লকের রাষ্ট্রায়াত্ত ব্যাংকে শুটআউট, নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে চলল গুলি, জখন এক শিশু-সহ মোট পাঁচ

শিলিগুড়ির বিধাননগর সেন্ট্রাল ব্যাংকে নিরাপত্তারক্ষীর বন্দুক পড়ে গুলি ছুটে আহত শিশু-সহ পাঁচজন। মুহূর্তে ছড়িয়েছে আতঙ্ক, বন্ধ ব্যাংক পরিষেবা। তদন্তে পুলিশ।

বিধাননগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে আহতের পরিবারেরা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫

মঙ্গলবার দুপুরবেলায় দুপুরে এক রক্তাক্ত কাণ্ড শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সেন্ট্রাল ব্যাংকে। নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে হঠাৎই গুলি চলায় আহত এক শিশু-সহ মোট পাঁচজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জখমদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংক পরিষেবা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ। 

সপ্তাহের দ্বিতীয় হওয়ায় ব্যাংকের ভেতরে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। টাকা জমা দেওয়া ও তোলার লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঠিক সেই সময়ই ব্যাংকের ভেতরে বিকট শব্দে গুলি চলে। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় গ্রাহকদের মধ্যে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ৫ জন। জখমদের মধ্যে দুজন মহিলা, দুজন পুরুষ এবং এক শিশু রয়েছে। জখমরা হলেন, মেরি নাগ (৩৭), সোনালি নাগ (১৪), মহম্মদ নুরুল হক (৩৫), সঞ্জীতা পাহান (৪১) এবং বিপ্লব সিংহ (৩০)।

প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, ব্যাংকের পাহারায় নিযুক্ত নিরাপত্তারক্ষী যখন ভেতরে ঢোকেন, তখন অসাবধানতাবশত তাঁর হাত থেকে বন্দুকটি নীচে পড়ে যায়। মেঝেতে আছাড় লাগতেই বন্দুক থেকে গুলি ছিটকে আসে। তবে বন্দুকটি ‘সেফটি লক’ করা ছিল কি না, কিংবা সেটি আদৌ যান্ত্রিক ত্রুটির কারণে চলল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। জখমদের প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে ব্যাংকের কর্মীরা আতঙ্কির হওয়ার কারণে ব্যাংকের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে পুরো ব্যাংক চত্বর। প্রাথমিকভাবে অনেকেরই ধারণা হয়েছিল, ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকে ভিতর জড়ো হওয়া দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে। 

এসডিপিও (নকশালবাড়ি) সৌম্যজিৎ রায় খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, “আমরা পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের কর্মীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।”


Share