School Van accident in Siliguri

স্কুলে যাওয়ার পথে বিপদ! শিলিগুড়িতে বাসের ধাক্কায় উল্টে গেল ভ্যান, উত্তেজনা ছড়াল এলাকায়

শিলিগুড়ির এয়ারভিউ এলাকায় জিআরপি অফিসের কাছে বৃহস্পতিবার সকালে একটি দ্রুতগতির বাস স্কুল ভ্যানকে ধাক্কা মেরে উল্টে দেয়। আহত চার পড়ুয়া, দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ বাস ও চালককে আটক করে তদন্ত শুরু করেছে।

স্কুল ভ্যান দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:০৩

বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েক জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটে এয়ারভিউ এলাকার জিআরপি অফিসের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল ভ্যানকে প্রচণ্ড ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানটি রাস্তায় উল্টে যায়।

ভ্যানের ভিতরে তখন বেশ কয়েকজন স্কুল ছাত্রছাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পথচারীরা দ্রুত শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় চারজন স্কুল পড়ুয়া জখম হয়েছে। যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখান এবং বাসচালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। খবর পেয়ে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি আটক করে প্রধাননগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি শিলিগুড়ি থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। জখম শিশুদের অভিভাবকেরা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস চলাচল করে। প্রশাসনের নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে দাবি করেন তারা। স্থানীয়েরা বাসগুলির উপর কঠোর নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


Share