Samik Bhattacharya

এসআইআর সমস্যায় ক্ষুব্ধ শমীক ভট্টাচার্য, তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর চড়ালেন

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন শমীক ভট্টাচার্য। বিমানবন্দর থেকে সড়কপথে দক্ষিণ ভারতনগরের এসআইআর সহায়তা কেন্দ্রে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকাকে ধন্যবাদ জানান তিনি।

শিলিগুড়িতে শমীক ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০২:৪৯

শনিবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক কর্মসূচিতে যোগ দিতে তিনি শিলিগুড়িতে এসেছেন। বিমানবন্দর থেকে সড়কপথে দক্ষিণ ভারত নগরের এসআইআর সহায়তা কেন্দ্রে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

সেখানে এসআইআর সংক্রান্ত সমস্যার কথা শুনে শমীক ভট্টাচার্য রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “জঙ্গল রাজ বিহারে ফিরে আসবে না, আর পশ্চিমবঙ্গ থেকেও সেই জঙ্গল রাজ এবার যাবে। দিল্লিতে ‘ভাই’ গিয়েছেন, এবার ‘দিদিভাই’ বাংলা থেকে যাবেন।”

নির্বাচন কমিশনের ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি মন্তব্য করেন, “এত বড় নির্বাচন বিহারের মতো রাজ্যে রক্তপাতহীনভাবে সম্পন্ন হয়েছে—এটাই গণতন্ত্রের সাফল্য। কোনও প্রাণহানি নেই, রক্তক্ষয় নেই, বাড়ি ভাঙচুর নেই, বাইক বাহিনীর তাণ্ডব নেই—এভাবে শান্তিপূর্ণ নির্বাচন করিয়ে কমিশন প্রশংসার যোগ্য।”

শিলিগুড়ির কর্মসূচি শেষ করে তিনি আরও কয়েকটি রাজনৈতিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।


Share