Safari Festive Buzz

বড়দিনের ছুটিতে সাফারি সফরেই বাজিমাত, উৎসবের আমেজে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক

বড়দিনে উৎসবের আমেজে উপচে পড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি। পর্যটক ও স্থানীয়দের ভিড়ে মুখর পার্ক চত্বর। বন্যপ্রাণী দর্শন ও বিশেষ ব্যবস্থাপনায় আনন্দে কাটল ছুটির দিন।

শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে বিড়ে মুখর পার্ক চত্বর
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:০৫

পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে উৎসবের আমেজে জমজমাট হয়ে উঠল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। বড়দিনের ছুটির সকাল থেকেই পর্যটক ও স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় পার্ক চত্বরে।

পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন প্রকৃতির মাঝে আনন্দের দিনটি উপভোগ করতে। হরিণ, সিংহ, ভাল্লুক-সহ নানা প্রজাতির বন্যপ্রাণী দেখার আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিশেষ আকর্ষণ হিসেবে সাফারিতে বাঘ দেখার সুযোগও উপভোগ করেন বহু পর্যটক।

বড়দিনের উৎসবকে ঘিরে বেঙ্গল সাফারিতে নেওয়া হয় বাড়তি ব্যবস্থাপনা। পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ভক্তিনগর থানার পুলিশের পাশাপাশি তৎপর ছিল বনদপ্তর ও পার্ক কর্তৃপক্ষ। নজরদারি বাড়ানো হয় এবং দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া হয় একাধিক বিশেষ উদ্যোগ।

সব মিলিয়ে বড়দিনের ছুটিতে আনন্দ, উৎসব আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে জমজমাট হয়ে ওঠে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।


Share