Siliguri Protest Rally

বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দিপু দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ র‍্যালি, ভিসা অফিস ঘেরাও আন্দোলনকারীদের

বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ড ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ ও র‍্যালি। ভিসা অফিস ঘেরাও, কুশপুত্তুলিকা দাহ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

শিলিগুড়িতে বিক্ষোভ র‍্যালি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫২

বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ড-সহ বারবার হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। সোমবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগরের আহ্বানে বাঘাযতীন পার্কে জমায়েতের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি।

দুপুর বারোটা নাগাদ বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি তোলেন এবং দিপু দাস হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান। এদিনের কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও অংশ নেন।

র‍্যালি শেষে ভিসা অফিস ঘেরাও করা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, প্রতিবাদ স্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানান। তবে জানা যায়, কর্মসূচির আগেই এদিন ভিসা অফিস বন্ধ ছিল।

এদিনের আন্দোলনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদকারীরা ভিসা অফিসের ব্যানার ছিড়ে ফেলে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে কুশপুত্তুলিকা দাহ করা হয়। গোটা কর্মসূচি জুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভিসা অফিস চত্বর।

হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁদের এই আন্দোলন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় পুলিশ মোতায়েন ছিল।


Share