Siliguri Hindu Protest

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ, মানবাধিকার রক্ষার দাবিতে পথে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন ও ভারতবিরোধী মনোভাবের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়িতে বিক্ষোভ করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। পাকুড়তলা মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি ওঠে।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৩:২৩

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ভারতবিরোধী মনোভাবের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, উত্তরবঙ্গ শাখা। দুপুর প্রায় ১টা নাগাদ পাকুড়তলা মোড়ে বাংলাদেশের সোনালি ব্যাংকের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সনাতনী হিন্দু এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানবাধিকার রক্ষার দাবি তোলেন। তাঁদের অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই পরিস্থিতিতে অবিলম্বে আন্তর্জাতিক স্তরে হস্তক্ষেপের দাবিও জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আজ চরম সংকটের মুখে। শুধু নির্যাতনই নয়, পাশাপাশি ভারতের বিরুদ্ধেও বিদ্বেষমূলক কার্যকলাপ চলছে বলে তাঁদের অভিযোগ। এই বিষয়গুলি নিয়ে ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান তাঁরা।

কর্মসূচি চলাকালীন এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন। একই সঙ্গে মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


Share