Goutam Deb

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতি ঘিরে শিলিগুড়িতে মহাকাল মন্দির শিলান্যাসের জোর প্রস্তুতি, মাটিগাড়ায় পরিদর্শনে মেয়র গৌতম দেব

আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতিতে মাটিগাড়ায় পরিকাঠামো, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু।#S

মহাকাল মন্দির পরিদর্শনে মাটিগাড়ায় গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১০:০৪

আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে সামনে রেখে শিলিগুড়ির মাটিগাড়ায় জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার শিলান্যাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই আর্থ মুভারের সাহায্যে মন্দির চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে শিলান্যাস অনুষ্ঠানের জন্য স্থান সম্পূর্ণ প্রস্তুত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


Share