Goutam Deb

বৃহত্তম মহাকাল মন্দির শিলান্যাস ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে প্রশাসনের চূড়ান্ত বৈঠক

আগামী ১৬ জানুয়ারি বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাসকে ঘিরে শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত, দার্জিলিং জুড়ে উত্তেজনা।

প্রশাসনিক বৈঠকে গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১০:১৮

আগামী ১৬ তারিখে প্রস্তাবিত বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই উপলক্ষে এসডিও দফতরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এক চূড়ান্ত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক, এসডিও, এসজেডিএ চেয়ারম্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠকে শিলান্যাস অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামাল দেওয়া-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও কিছু বিষয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে মেয়র গৌতম দেব সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন।

শিলান্যাস অনুষ্ঠানের আর মাত্র কয়েকদিন বাকি। পবিত্র মহাকাল মন্দিরকে ঘিরে এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় এখন উত্তেজনা ও আগ্রহের পারদ চড়ছে গোটা দার্জিলিং জেলাজুড়ে।


Share