Attempted Trafficking of Minors

টাকা ও খাবারের লোভে চার নাবালিকাকে পাচারের চেষ্টা, শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার করল পুলিশ

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার ও খাবারের প্রলোভনে আসামে পাচারের চেষ্টা থেকে চার নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহে ফাঁস ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।

নাবালিকা পাচার রুখল পুলিশ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৭:৩৭

শিলিগুড়িতে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে আসামে পাচারের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে শহরের দুটি পৃথক সরকারি স্কুলের চার ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

অভিযোগ, গত কয়েকদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলার সঙ্গে তিন ছাত্রীর পরিচয় হয়। পরে সেই তিনজনেরই এক বান্ধবী—যে অন্য একটি স্কুলে পড়ে, তাকেও একই প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে নেওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, চার নাবালিকাকে আসামে পাচারের পরিকল্পনা ছিল।

স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে চারজনকেই উদ্ধার করে শিলিগুড়ি থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাটির পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।

দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, “শিলিগুড়িতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। মানবপাচার রোধে আমরা আরও বেশি করে সচেতনতা শিবির, ক্যাম্প ও সতর্কবার্তা প্রচার করব। ছোট থেকে বড়—সব স্তরে সচেতনতা বাড়ানো খুবই জরুরি।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মানবপাচারের মামলাও রুজু হতে পারে বলে জানা গেছে।


Share