Mamata Banerjee

ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, গাজোলের সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

এসআইআর ঘিরে আশঙ্কার মধ্যে গাজোলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করে বললেন, “ভয় পাবেন না, আমি আছি আপনাদের পাশে।” কেন্দ্রের ‘এনআরসি-সঙ্কেত’, বঞ্চনা ও সোনালি বিবি ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন তিনি।

সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, গাজোল
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৭

এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের বড় অংশের মানুষের মনে নতুন করে সন্দেহ ও আশঙ্কা তৈরি হয়েছে, তবে কি এনআরসি-র দিকেই এগোচ্ছে কেন্দ্র? ঠিক এমনই আতঙ্কের প্রেক্ষাপটে মঙ্গলবার নবান্ন এবং বুধবার মালদহের গাজোলের সভা থেকে পরিষ্কার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, "ভয় পাবেন না, আপনাদের পাশে আমি আছি।"

বুধবার গাজোলের জনসভায় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, "আজ ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তার কথা জেনে পাশে দাঁড়াতে এসেছি। নিশ্চিন্তে থাকুন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আমি আছি আপনাদের পাহারাদার।”

এসআইআর প্রসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রীর সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন। তাঁর কথায়, জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করার ইঙ্গিত রয়েছে। তবে তিনি স্পষ্ট বলেন, শেষ কথা জনগণই বলে এবং মানুষ এই আচরণ ক্ষমা করবে না।

সভায় পুরনো স্মৃতি স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, গাজোলের কাছে যে ট্রেনলাইনটি রয়েছে, সেটি তাঁর রেলমন্ত্রীত্বের সময় তৈরি হয়েছিল। পাশাপাশি ২০১১ থেকে বর্তমান পর্যন্ত তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন তিনি।

ফারাক্কার নদীভাঙন ও ব্যারেজ সংস্কার নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘উদাসীনতার’ অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বহুবার চিঠি দেওয়া সত্ত্বেও ড্রেজিং প্রকল্পে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

এছাড়া ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি। যদিও সব বাধা সত্ত্বেও বাংলার উন্নয়নে রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টা জারি রয়েছে বলেও জানান।

সোনালি বিবিকে বাংলাদেশি চিহ্নিত করে ‘পুশব্যাক’-এর প্রসঙ্গ টেনে কেন্দ্রকে কঠোর ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেন, “বীরভূমের মেয়ে সোনালি কি বাংলাদেশি ছিল? বাংলায় কথা বললেই বাংলাদেশি বানানো হচ্ছে! গর্ভবর্তী এক মহিলাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছ। বাংলার উপর এত রাগ কেন?”

পাশাপাশি ধর্মনিরপেক্ষতার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি ধর্ম নিয়ে রাজনীতি করিনি না। আমি সব ধর্মকে ভালোবাসি।"

সভা শেষে ফের একবার মানুষের উদ্দেশে একই আশ্বাস শোনান মুখ্যমন্ত্রী। তাঁর কথা, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। আপনাদের পাহারাদার হিসেবে সবসময় পাশে থাকব।”


Share