Film style theft in Siliguri

ইস্টার্ন বাইপাসে হার্ডওয়্যার দোকানে ফিল্মি কায়দায় চুরি, সিলিং কেটে উধাও চোর

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন মেইন রোডে একটি হার্ডওয়্যার দোকানে ফিল্মি কায়দায় চুরি। দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ফিল্মি কায়দায় চুরি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০১:৪৯

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন মেইন রোডে একটি হার্ডওয়্যার দোকানে ফিল্মি কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান সামগ্রী এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

দোকান মালিক জানান, মঙ্গলবার রাত প্রায় ন'টা থেকে সাড়ে ন'টার মধ্যে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। কিন্তু বুধবার সকালে দোকান খুলতেই দেখা যায় সিলিংয়ের একটি বড় অংশ কাটা এবং দোকানের নানা মূল্যবান জিনিসপত্র উধাও। তিনি বুঝতে পারেন যে চুরি হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।

দোকান মালিকের দাবি, ক্যাশ কাউন্টার থেকে কিছু নগদ টাকা সহ বেশ কিছু দামী মেশিন চুরি করেছে চোর। মোট ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে অনুমান। আরও অভিযোগ, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করে ক্যামেরার তারও কেটে দেয় দুষ্কৃতীরা।

ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইস্টার্ন বাইপাস এলাকায় পরপর চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, রাতের বেলা পুলিশি টহলদারি বাড়ানো জরুরি। পুলিশ পুরো ঘটনার সূত্র খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।


Share