Finally Trapped Leopard

শিলিগুড়ির নকশালবাড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ, তিন মাসের আতঙ্ক কাটায় স্বস্তিতে চা শ্রমিকরা

শিলিগুড়ির নকশালবাড়ির জাবরা ডিভিশনে তিন মাসের আতঙ্কের অবসান। শনিবার ভোরে চা বাগান এলাকা থেকে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। বনদফতর চিতাবাঘটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছাড়বে।

বন্দী চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির জাবরা ডিভিশনে অবশেষে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। দীর্ঘ তিন মাস ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল ওই এলাকার চা বাগানের শ্রমিকরা। শনিবার ভোরে খাঁচায় চিতাবাঘটি ধরা পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা।

জানা গিয়েছে, চা বাগান এলাকায় চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে গত ১৩ ডিসেম্বর শ্রমিকরা বনদফতরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে খাঁচা বসানোর দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার পানিঘাটা বনদফতরের উদ্যোগে চা বাগান এলাকায় খাঁচা বসানো হয়। অবশেষে শনিবার ভোরে টোপে পড়ে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি।

সকালে খাঁচায় বন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে চা শ্রমিকরাই বনদফতরকে খবর দেন। এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় আপাতত স্বস্তিতে রয়েছেন চা শ্রমিকরা। তবে তাঁদের আশঙ্কা, চা বাগান এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও চা বাগান এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন তাঁরা।


Share