Silk Route Rally

রংপোর অটল সেতুতে সুপার কারে সিকিম সিল্ক রুট ড্রাইভের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

রংপোর অটল সেতুতে ১৭টি সুপার কার নিয়ে সিকিম সিল্ক রুট ড্রাইভের উদ্বোধন হল। সিএস রাও-সহ কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হওয়া তিন দিনের র‍্যালি সিকিমের ঐতিহাসিক সিল্ক রুটকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে।

সিল্ক রুট র‍্যালি।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬

রংপোর অটল সেতু আজ রঙিন হয়ে উঠল ১৭টি সুপার কারের গর্জনে। ঐতিহাসিক সিকিম সিল্ক রুট ড্রাইভ–এর তিন দিনের র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও এবং পর্যটন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত ধরে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্তারা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বর্ণময় অনুষ্ঠানে সভাপতিত্বও করেন অতিরিক্ত মুখ্য সচিব সি এস রাও।

সিকিম সরকার ও ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক ক্যাট ডিভিশনের সহযোগিতায় এবং মুম্বাই ভিত্তিক সুপার কার রুট গ্রুপের নেতৃত্বে আয়োজিত এই বিশেষ র‍্যালির মূল উদ্দেশ্য, ঐতিহাসিক সিল্ক রুটকে নবজীবন দেওয়া এবং সিকিমকে উচ্চমানের মোটরিং, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও মনোরম পর্যটনের প্রধান গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

র‍্যালির আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশ ও বিদেশের পর্যটকদের কাছে সিল্ক রুটের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিযাত্রিক সম্ভাবনা আরও বিস্তৃতভাবে তুলে ধরা যাবে। তিন দিনের এই ড্রাইভ সিকিমের পর্যটন সম্ভাবনাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে। 


Share