Siliguri Hotel Ban

শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার উপর নিষেধাজ্ঞা, হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে কড়া অবস্থান হোটেল ব্যবসায়ীদের

শিলিগুড়ি করিডর ও সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে কড়া সিদ্ধান্ত শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীদের। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি।

শিলিগুড়িতে বাংলাদেশী জন্য বন্ধ হোটেল পরিষেবা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪

শিলিগুড়ি করিডর ও উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ থেকে উঠে আসা হুমকিমূলক বক্তব্যের প্রেক্ষিতে কড়া সিদ্ধান্ত নিল শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। নতুন করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি, পুরনো ভিসাধারীদের ক্ষেত্রেও শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর হয়ে ভারতে প্রবেশ করেন। তাঁদের একটি বড় অংশ সিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে থাকেন।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত-বিরোধী মনোভাব এবং কয়েকজন রাজনৈতিক নেতার উসকানিমূলক ও হুমকিমূলক বক্তব্যে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে দাবি হোটেল মালিকদের। তাঁদের অভিযোগ, বাংলাদেশ থেকে কিছু নেতা শিলিগুড়ি করিডর অশান্ত করার পাশাপাশি দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন।

হোটেল ব্যবসায়ীদের মতে, শিলিগুড়ি করিডরকে অস্থিতিশীল করার এই ধরনের প্রচেষ্টা জাতীয় নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না। সেই প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের শিলিগুড়ির কোনও হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে না বলেই জানানো হয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে।


Share