Train Accident in Assam

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত অন্তত আটটি হাতি, লাইনচ্যুত ইঞ্জিন-সমেত পাঁচ কামরা

শনিবার সকালে গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনটির ইঞ্জিন-সমেত পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

ট্রেন দুর্ঘটনা নিহত হাতি
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১০:১০

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমে। শনিবার সকালে গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনটির ইঞ্জিন-সমেত পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায় বলে রেল সূত্রে খবর।

জানা গিয়েছে, সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দ্রুত গতিতে ছুটে আসছিল। সেই সময় রেললাইনে উঠে আসে একদল হাতি। আচমকা সামনে পড়া হাতির পালকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সংঘর্ষে ঘটনাস্থলেই কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেলের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। রেললাইনে এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার জেরে আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।


Share