Fire Incident

শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিদ্যুৎ ত্রুটির জেরে পুড়ে ছাই বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল প্রতিবন্ধী শিশুর

শিলিগুড়ির আশ্রমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ির সমস্ত আসবার। বিদ্যুৎ সংযোগে ত্রুটির জেরে আগুনের আশঙ্কা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অল্পের জন্য রক্ষা, এলাকায় আতঙ্ক।

ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:২৫

শুক্রবার শিলিগুড়ির আশ্রমপাড়ার রামকৃষ্ণ ব্যায়ামাগার সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। আগুনে ঘরের ভেতরের সমস্ত আসবারপত্র ও জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির গৃহবধূ ছেলেদের স্কুলে পাঠিয়ে ঘরের কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে পূজায় বসেছিলেন। পূজা শেষে বেসিনে জল দিতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তখনই তাঁর সন্দেহ হয় বাড়ির বিদ্যুৎ সংযোগে ত্রুটি রয়েছে।

এরপর ঘরের দিকে ছুটে গিয়ে তিনি দেখেন, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সময় ঘরের মধ্যেই টিভি দেখছিল তাঁর বিশেষ ভাবে চাহিদাসম্পন্ন শিশু। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে।

ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক অনুমান, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও প্রশাসন।


Share