Fire

ফুলবাড়ির পশ্চিম ধনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মৎস্যজীবীর বাড়ি, সহায়তার আবেদন অসহায় পরিবারের

ফুলবাড়ির পশ্চিম ধনতলায় অগ্নিকাণ্ডে মৎস্যজীবী কৃষ্ণপদ সরকারের বাড়ি পুড়ে ছাই। প্রাণহানি না হলেও পরিবারটি সর্বস্বান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রশাসনিক সহায়তার দাবি এলাকাবাসীর।

আগুনে পুড়ে ছাই মৎসজীবীর বাড়ি
নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৪:১১

ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পরিবারের ঘরবাড়ি ও সর্বস্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার পেশায় একজন মৎস্যজীবী। মাছ ধরেই কোনওরকমে তাঁর সংসার চলে।

প্রতিদিনের মতো ঘটনার দিন ভোরে কৃষ্ণপদ সরকার মাছ ধরতে নদীতে যান। বাড়িতে তখন উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও ছোট ছোট তিন কন্যা। সেই সময়েই প্রতিবেশীরা দেখতে পান বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা দেখেন, বাড়ির মহিলা নিজেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘরবাড়ি-সমেত পরিবারের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, তবে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।

এই ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে আগামী দিন চলবে, তা ভেবে দিশেহারা কৃষ্ণপদ সরকার ও তাঁর স্ত্রী। তিনটি ছোট সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তাঁরা সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

অসহায় পরিবারটির দাবি, প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো তাঁরা আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে পারবেন। 


Share