Accident

ডালখোলা–বকখালি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কায় মৃত্যু অটোচালকের

পুরাতন মালদহে পথ দুর্ঘটনা। ডালখোলা–বকখালি জাতীয় সড়কে গাছে ধাক্কা লেগে মৃত্যু অটোচালক বুধু মণ্ডলের। দ্রুতগতির গাড়ির জেরেই দুর্ঘটনা, অভিযোগ অটো ইউনিয়নের।

এই অটোতেই দুর্ঘটনা ঘটে
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটোরিকশা চালক। শুক্রবার সকালে পুরাতন মালদহ থানার কালুয়াদিঘি এলাকায়, ডালখোলা–বকখালি ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অটোচালকের নাম বুধু মণ্ডল (৪৫)। তাঁর বাড়ি পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়া কালীস্থান এলাকায়। শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে আটমাইল দিক থেকে ফিরছিলেন। পথে পিছন থেকে আসা একটি গাড়িকে যাওয়ার জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এরপর রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে অটোরিকশাটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারাই প্রথম দুর্ঘটনাটি লক্ষ্য করে পুলিশে খবর দেন। খবর পেয়ে জাতীয় সড়কের প্যাট্রোলিং টিম-সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরাতন মালদহ অটো ইউনিয়নের সদস্যরাও। ইউনিয়নের সম্পাদক সিটু শেখ জানান, জাতীয় সড়কে বড় গাড়ির বেপরোয়া ও দ্রুতগতির চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্যাট্রোলিং অফিসার সন্তোষ মিশ্র জানান, খবর পেয়েই প্যাট্রোলিং টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।


Share