Fire incident in Dhupguri

ধূপগুড়ির পর ময়নাগুড়ি, ভরা বাজারে ভস্মীভূত মিষ্টির দোকান, ঘটনাস্থলে দমকল

ধূপগুড়ির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর ফের আগুনে পুড়ল ময়নাগুড়ির দুই দোকান। ভোরে আমগুড়ি বাজারে দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালেও সম্পূর্ণ ভস্মীভূত হলো একটি মিষ্টির দোকান ও ভ্যারাইটিস স্টোর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা।, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৭:২৪

ধূপগুড়ির একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফের আগুনে পুড়ে ছাই হল ময়নাগুড়ির দুই দোকান। বুধবার ভোরে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় আগুন লাগে। মুহূর্তে পুড়ে যায় একটি মিষ্টির দোকান এবং একটি ভ্যারাইটিস স্টোর।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভোর সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ হঠাৎ আগুন দেখতে পান তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি এলাকার মানুষদের। সময়মতো দমকল পৌঁছতে না পারলে আগুন গোটা বাজার জুড়ে ছড়িয়ে পড়তে পারত বলে তাঁদের ধারণা।

অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী উত্তর রাউতের ভ্যারাইটিস স্টোর এবং অনিল রায়ের মিষ্টির দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বছর আগে একই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। ঠিক কীভাবে এ দিনের আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।


Share