Hindu Protest Erupts

মালদহে হিন্দু জাগরণ মঞ্চের তোপ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে ইউনূসের কুশপুত্তুলিকা দাহ

মালদহে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি জিহাদী হামলার তীব্র নিন্দা, দিপু দাস হত্যার প্রতিবাদে কুশপুত্তুলিকা দাহ, নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে তীব্র ক্ষোভ প্রকাশ।

মঃ ইউনূসের কুশপুত্তুলিকা দাহ
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:১৮

বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ। এই কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের কুশপুত্তুলিকা দাহ করা হয় বলে জানা গিয়েছে।

সংগঠনের দাবি, বাংলাদেশে ক্রমশ অস্থিরতা বাড়ছে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীদের অভিযোগ, জিহাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। সাম্প্রতিক এক ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু দিপু দাসকে নৃশংসভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি করা হয়েছে, যার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই ঘটনার প্রতিবাদেই মালদহে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশের পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। 


Share