Torch Protest Siliguri

সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ, আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে ক্ষোভ

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগে শিলিগুড়িতে মশাল মিছিল। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সফদর হাসমি চকে বিক্ষোভ, কুশপুতুল দাহ। সংখ্যালঘু সুরক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি।

কুশপুতুল দাহ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১০:১২

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নিধন ও অত্যাচারের অভিযোগের প্রতিবাদে শুক্রবার শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সফদর হাসমি চক থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল শেষে পুনরায় সফদর হাসমি চকে সমবেত হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মঃ ইউনূসের কুশপুতুল দাহ করেন।

এই কর্মসূচি থেকে বিশ্ব মানবাধিকার কমিশনসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর চলা নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মহলের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের আহ্বান, অবিলম্বে এই বিষয়ে কার্যকর হস্তক্ষেপ করে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হোক।


Share