High alert in Siliguri

লালকেল্লা বিস্ফোরণের পর হাই অ্যালার্ট শিলিগুড়িতে, বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি, হাসপাতালে মক ড্রিল

দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের পর শিলিগুড়িতেও কড়া নিরাপত্তা। নিউ জলপাইগুড়ি স্টেশন ও শহরের বিভিন্ন মোড়ে চলছে তল্লাশি ও নাকা চেকিং। মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ফায়ার মক ড্রিল অনুষ্ঠিত হয়। সেখানে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণে দ্রুত উদ্ধার প্রক্রিয়ার প্রশিক্ষণ দেন ফায়ার ব্রিগেড ও পুলিশ।

শিলিগুড়িতে হাই অ্যালার্ট, জারি কড়া নিরাপত্তা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৩:০৮

দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। তারই জেরে মুম্বই, দিল্লি, ওড়িশা, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা ও উত্তরবঙ্গের শিলিগুড়িতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেখানে চলছে চিরুনি তল্লাশি। বিভিন্ন হাসপাতালে চলছে মক ড্রিল। 

গতকাল রাত থেকেই শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে রেল পুলিশের পক্ষ থেকে ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টরের সাহায্যে চিরুনি তল্লাশি শুরু হয়। ট্রেন, প্ল্যাটফর্ম ও যাত্রীদের ব্যাগ খতিয়ে দেখা হয়। শুধু রেলস্টেশন নয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় যেমন ভেনাস মোড়, এয়ারভিউ মোড়, পানিট্যাঙ্কি মোড়, চেকপোস্ট-সহ একাধিক রাস্তায় নাকা চেকিং চালায় পুলিশ। প্রতিটি গাড়ির গন্তব্য, রুট এবং নম্বার নথিভুক্ত করা হয়।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হয় ফায়ার মক ড্রিল। এখানে দেখানো হয়, দিল্লির মতো কোনও আকস্মিক বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা চালানোর পদ্ধতি, গ্যাস নিবারণ প্রক্রিয়া এবং হাসপাতালের ভেতরে নিরাপদভাবে রোগী সরিয়ে নেওয়ার মতো প্রশিক্ষণ দেওয়া হয় এই মক ড্রিলে।

এই মহড়ায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা, স্থানীয় পুলিশের আধিকারিকেরা, হাসপাতালের নার্স, ডাক্তার এবং নিরাপত্তা কর্মীরা। প্রশাসনের লক্ষ্য—যে কোনও জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকা।


Share