Accident

শিলিগুড়ির সেবক রোডে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণরক্ষা পাঁচজনের

শিলিগুড়ি সেবক রোড সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে প্রাণে রক্ষা পায় যাত্রীরা। ঘটনাস্থলে পৌছায় ভক্তিনগর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

এই গাড়িতেই দুর্ঘটনা ঘটে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:২৮

শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি চার চাকা গাড়ি শিলিগুড়ির চেকপোস্টের দিক থেকে পায়েলের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার ফলে রাস্তার ডিভাইডার সম্পূর্ণ ভেঙে যায় এবং একটি লাইট পোস্টও হেলে পড়ে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত গাড়িতে থাকা পাঁচজন আরোহীই প্রাণে বেঁচে যান। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক ছাড়াও বাকি চারজন যাত্রী পর্যটক ছিলেন। তাঁরা কালিম্পংয়ের ঋষভ এলাকায় ভ্রমণ শেষে ফেরার পথে ছিলেন। ফেরার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার ট্রাফিক পুলিশ ও ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে


Share