Fire incident in Fulbari

ফুলবাড়িতে বাইপাসের ধারে দোকানে আগুন, স্থানীয়দের তৎপরতায় এলো নিয়ন্ত্রণে

আগুনে পুরো দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকল
নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৬:১৭

বুধবার সকালে ফুলবাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকা অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রের খবর, সকালে এক মহিলা দোকান খুলতে এসে দেখতে পান পাশের দোকান থেকে দাউদাউ করে আগুনের শিখা ও কালো ধোঁয়া বেরোচ্ছে। তিনি চিৎকার করে “আগুন! আগুন!" বলতেই মুহূর্তে ঘটনাস্থলে এলাকাবাসীরা ছুটে আসেন। 

জানা গিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুরো দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়দের দাবি, “গ্যারেজে অন্য কোনও ভাবে আগুন লাগার সম্ভাবনা নেই।” তবে এই অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। তবে দমকল না এলে পাশের দোকানগুলোও মুহূর্তে পুড়ে ছাই হয়ে যেত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।


Share