Fire Incident

ময়নাগুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে, পুড়ে ছাই ১২টি দোকান, ক্ষতি এক কোটিরও বেশি

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৪:৫২

শুক্রবার ভোররাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে আগুন লাগে। অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে পুরাতন বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশাপাশি বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আঁচ করে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন ব্যবসায়ীরা। পাশাপাশি, স্থানীয় থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বাজারের ভিতরে একটি মিষ্টির দোকান রয়েছে। ওই দোকানে একাধিক এলপিজি সিলিন্ডার মজুত রয়েছে। সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের ভুমিকার প্রশাংসা করেছেন ভাইস চেয়ারম্যান ঝুলন গোস্বামী। তিনি বলেন, ‘’পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বাজারের প্রবেশ পথ বাধামুক্ত রাখতে বলা হয়েছিল। কিন্তু সেকথা তাঁরা কানে তোলেননি। পণ্যে দোকানের সামগ্রী বাজারে ঢোকার রাস্তায় রেখে দিতেন তাঁরা। তবে আজ দমকল খুব ভালো কাজ করেছে।’’

ব্যবসায়ী সমিতি সূত্রে খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়েছে বলে অনুমান। ঘটনার তদন্ত করে দেখতে এদিন সকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায়, ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল, বিডিও প্রসেনজিৎ কুন্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় এবং স্থানীয় থানার আইসি সুবল ঘোষ।


Share