Fire Incident

শিলিগুড়ির এনজেপি আইওসি রোডে বাড়িতে অগ্নিকাণ্ড, আতঙ্কে জনতা পাড়া

শিলিগুড়ির এনজেপি আইওসি রোডের জনতা পাড়ায় একটি বাড়িতে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটের সন্দেহ। হতাহতের খবর নেই, এলাকায় আতঙ্ক ছড়ায়।SS

আগুন নেভানোর কাজে দমকল কর্মীরা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৩০

শিলিগুড়ির এনজেপি আইওসি রোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের জনতা পাড়ায় শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বাড়ির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।

খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও দুটি ইঞ্জিন এসে নেভানোর কাজে যোগ দেয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

এই অগ্নিকাণ্ডে বাড়ির একাংশ এবং ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে দমকল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বৈদ্যুতিক সংযোগের রক্ষণাবেক্ষণে গাফিলতি রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।


Share