Fire Incident At Bagdogra

মধ্যরাতে বাগডোগরার স্কুলে লাগল আগুন, দমকলের এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি

বাগডোগরার শ্রী নরসিংহ বিদ্যাপীঠ স্কুলে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছাদ থেকে ধোঁয়া দেখে স্থানীয়েরা দমকলকে খবর দেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, আতশবাজির আগুন থেকেই দুর্ঘটনা। রাতে স্কুলে কেউ না থাকায় বড় বিপর্যয় এড়ানো গেছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আসে দমকলবাহিনী।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১২:৫১

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাগডোগরার একটি স্কুলে। জানা গিয়েছে, সেখানকার স্থানীয় শ্রী নরসিংহ বিদ্যাপীঠ স্কুলে শনিবার গভীর রাতে আগুন লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, গভীর রাতে আচমকাই স্কুলের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের ছাদে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে একটি ইঞ্জিন দিয়ে নিরলস প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

জানা গিয়েছে, স্কুলের পিছনের মাঠে প্রায়ই এলাকার ছেলেরা আড্ডা দেয়। সেখানে বাচ্চারা আতশবাজি পোড়ায়। সম্ভবত সেই আতশবাজি থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে থাকা দমকল কর্মীরাও প্রাথমিকভাবে মনে করছেন, আতশবাজির আগুন থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, রাতে স্কুলে কেউ উপস্থিত না থাকায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


Share