Elephant attacks again from Chapramari forest

চাপড়ামারী জঙ্গল থেকে বেরিয়ে ফের হানা—হাতি-মানুষ সংঘাত রুখতে সতর্কবার্তা পরিবেশপ্রেমীদের

খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকল হাতির দল! বুধবার রাতে হাতির হঠাৎ আগমনে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির চালসার মহাবাড়ি এলাকায়। গ্রামবাসীরা তাড়ানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে বনকর্মীরা পৌঁছে হাতিদের জঙ্গলে ফিরিয়ে দেন। পরিবেশপ্রেমীদের পরামর্শ, কেউ যেন সরাসরি হাতির কাছে না যায়, দূর থেকে তাড়ানোর চেষ্টা করাই নিরাপদ।

জলপাইগুড়ির চালসায় হাতির হানা
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৩:১৩

খাবারের সন্ধানে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। বুধবার রাতে জলপাইগুড়ির চালসায় হাতির হানার চালসার মহাবাড়ি এলাকায় হাতির দলের হঠাৎ আগমন ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে একাধিক হাতি গ্রামে ঢুকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসী ও বনকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এলাকাবাসীরা প্রথমে নিজেরাই হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন। চিৎকার, চেঁচামেচি শুরু হতেই হাতিরা আরও উত্তেজিত হয়ে পড়ে। অভিযোগ, ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছাতে কিছুটা সময় লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে বনদফতরের কর্মীরা পৌঁছে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফিরিয়ে দেন।

পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র জানান, প্রতিদিনই খাবারের সন্ধানে চাপড়ামারী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে হাতির দল। অনেক সময় স্থানীয়রা নিজেরাই হাতি তাড়াতে গিয়ে সামনাসামনি মুখোমুখি হচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ ! হাতি লোকালয়ে ঢুকলেও কেউ যেন সরাসরি কাছে না যায়। দূর থেকে চিৎকার চেঁচামেচি বা বাজি-ফাটার মাধ্যমে তাড়ানোর চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি হাতি-মানুষ সংঘাত এড়াতে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে নিয়মিতভাবে সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে বনকর্মীদের সহযোগিতায়।


Share