Brown Sugar Bust

শিলিগুড়িতে হাই-স্পিড বাইকে মাদক কারবার, দেড় কেজি ব্রাউন সুগারসহ যুবক গ্রেফতার

শিলিগুড়িতে বড় সাফল্য! এসওজি–ভক্তিনগর থানার যৌথ অভিযানে কিস্তিতে কেনা হাই-স্পিড বাইকে দেড় কেজি ব্রাউন সুগারসহ যুবক গ্রেফতার। মাদকচক্র খোঁজে তৎপর পুলিশ।

দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০১:২৭

শিলিগুড়িতে এসওজি ও ভক্তিনগর থানার যৌথ অভিযানে দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় কোড়িবাড়ির বাসিন্দা দিনবন্ধু বর্মনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, কিস্তিতে কেনা ৩৫০ লাখ টাকার হাই-স্পিড বাইকে করেই শিলিগুড়িতে মাদক পাচারের উদ্দেশ্যে আসছিল ওই যুবক। তার কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় দেড় কেজি। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার এনএইচ-১০ সংলগ্ন ইন্দিরা গান্ধী ময়দানের কাছে বিশেষ নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়। সেখানেই ধরা পড়ে দিনবন্ধু। তার বাইকের পিছনে থাকা ব্যাগ থেকে দু’টি প্যাকেটে ভরা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। কয়েকদিন আগেই সে ওই দামি বাইকটি কিস্তিতে কিনেছিল। তদন্তকারীদের অনুমান, দ্রুত গতি ও নজর এড়ানোর সুবিধার জন্যই মাদক পাচারের কাজে এই বাইক ব্যবহার করছিল দিনবন্ধু।

অভিযানের সময় ভক্তিনগর থানার আইসি ও শিলিগুড়ি মেট্রোপলিটনের এসওজি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, অভিযুক্ত একা নয়, তার পিছনে সক্রিয় রয়েছে বড়সড় একটি মাদক পাচার চক্র। ব্যবহৃত বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। শনিবার তাকে NDPS আইনের আওতায় জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। রিমান্ডে নিয়ে পুলিশ তার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করবে। কার কাছ থেকে মাদক সংগ্রহ করেছিল এবং শিলিগুড়িতে কার কাছে তা পৌঁছে দিতে যাচ্ছিল।

খড়িবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত এই মাদক চক্রে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একসঙ্গে এতটা পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য বলে মনে করছে সিলিগুড়ি পুলিশ। খুব শীঘ্রই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী তদন্তকারীরা।


Share