SIR Verification Controversy

এসআইআর যাচাই নিয়ে বিতর্ক, শিলিগুড়িতে সাধু–সন্ন্যাসীকে নোটিস, প্রশাসনিক প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা

এসআইআর যাচাইয়ে শিলিগুড়িতে রামকৃষ্ণ মঠের এক সাধুকে নোটিস ঘিরে বিতর্ক। সন্ন্যাসীদের দাবি, দীক্ষার পর পিতা-মাতা হিসেবে রামকৃষ্ণ দেব ও মা সারদার নামই নথিভুক্ত। রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু।

শুনানিতে ডাকা সন্ন্যাসীর ভোটার কার্ড
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৯:২৬

এসআইআর যাচাইকে কেন্দ্র করে সাধু–সন্ন্যাসীদের ডাকার ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। শিলিগুড়ির প্রধান নগরের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক দীক্ষিত সাধুকে তাঁর পিতা-মাতার নাম সংক্রান্ত বিষয় নিয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতর থেকে এসআইআর যাচাইয়ের নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের রাঘবানন্দ মহারাজ জানান, রামকৃষ্ণ মঠে দীক্ষা গ্রহণের পর সাধু–সন্ন্যাসীরা তাঁদের জৈবিক পিতা-মাতার নাম ব্যবহার করেন না। দীক্ষার পর পিতার নাম হিসেবে ‘রামকৃষ্ণ দেব’ এবং মাতার নাম হিসেবে ‘মা সারদা’-র নাম নথিভুক্ত করা হয়। তিনি আরও জানান, তাঁর নিজের ভারত সরকারের ইস্যু করা পাসপোর্টেও একইভাবে পিতা-মাতার নাম উল্লেখ রয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস নেতা বেদব্রত দত্ত অভিযোগ করেন, যে দল সব সময় হিন্দু ধর্মের কথা বলে, তাদের আমলেই এসআইআর যাচাইয়ের নামে সাধু–সন্ন্যাসীদের পরিচয় ও ধর্মীয় মর্যাদায় লঙ্ঘিত হচ্ছে।

অন্যদিকে, বিজেপি আইটি সেলের ইনচার্জ দীপঙ্কর কুণ্ডু জানান, শিলিগুড়িতে এসআইআর একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া। শুধুমাত্র একজন সাধু সন্ন্যাসী নয়, যাঁরা নজরে পড়বেন, তাঁদের সকলকেই নথিপত্র যাচাইয়ের জন্য হাজির হতে হবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলেও একই নিয়ম প্রযোজ্য। কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বিষয়টির ভুল ব্যাখ্যা করছে।


Share