Deputation of CITU

ভাওতা বন্ধ ও সময়সীমা বাড়ানোর দাবি, ই-রিক্সা চালকদের পাশে সিআইটিইউ

দার্জিলিং আরটিও অফিসে ই-রিক্সা চালকদের অভিযোগ ও নিরাপত্তা দাবিতে সিআইটিইউ–র ডেপুটেশন জমা। ভাওতা বন্ধ, স্বীকৃতি, সামাজিক সুরক্ষা ও রেজিস্ট্রেশন সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়।

আরটিও অফিসে ডেপুটেশন জমা সিআইটিইউ–র
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৪:০৬

সিআইটিইউ–র দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আরটিও অফিসে ডেপুটেশন জমা পড়ল। ই-রিক্সা চালকদের বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি উদ্যোগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, বহুদিন ধরেই ই-রিক্সা চালকদের নানা ধরনের অভিযোগ উপেক্ষিত হচ্ছে। তাই এদিন কয়েক দফা দাবি তুলে ধরে আরটিও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তারা।

সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল ই-রিক্সা রেজিস্ট্রেশনের নামে চালকদের কাছ থেকে ভাওতা বা অতিরিক্ত টাকা তোলার প্রথা বন্ধ করতে হবে। ই-রিক্সা চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে, যাতে তারা ন্যূনতম নিরাপত্তা পান। অযথা পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। রেজিস্ট্রেশন করানোর জন্য যে সময়সীমা নির্ধারিত হয়েছে, তা বাড়ানোর আবেদনও করা হয়।

এ ছাড়াও আরও কিছু সংগঠনিক ও প্রশাসনিক দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান সিআইটিইউ নেতারা। সংগঠনের পক্ষ থেকে আশা করা হয়েছে, প্রশাসন দ্রুত এই সমস্যাগুলির সমাধানে পদক্ষেপ নেবে।


Share