Celebration in Siliguri for Bihar election victory

বিহার জয়ের ঢেউ এবার বাংলায়, শিলিগুড়িতে ঢাক-ঢোল, মিষ্টিমুখে উচ্ছ্বাস সর্মথকদের

বিহার নির্বাচনে এনডিএর জয়ের পর শিলিগুড়িসহ বাংলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস-সেলিব্রেশন চলছে। সমর্থকদের দাবি, এসআইআর পর্বে প্রকৃত ভোটেই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে।

বিহার জয়ের ঢেউ এবার শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৫:৩৮

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএর ঐতিহাসিক জয়ের পর রাজ্যে যেমন খুশির হাওয়া বইছে, ঠিক তেমনই বাংলার বিভিন্ন প্রান্তেও দেখা গিয়েছে উচ্ছ্বাসের স্রোত। কলকাতা, হাওড়া থেকে শুরু করে উত্তরবঙ্গ—সব জায়গাতেই বিজেপি কর্মী-সমর্থকদের সেলিব্রেশন নজর কাড়ছে।

শিলিগুড়িতেও বুধবার দুপুর থেকে শুরু হয় বিজয় উৎসব। শহরের ভেনাস মোড়ে বিজেপি সমর্থকরা জড়ো হয়ে দলীয় পতাকা হাতে উদযাপনে মেতে ওঠেন। চলে ঢাক-ঢোল, স্লোগান এবং মিষ্টিমুখ। সমর্থকদের দাবি, বিহারের ফলাফল ছিল প্রত্যাশিত হলেও এত বড় ব্যবধানে জয় তাদের কাছে বিশেষ আনন্দের। তাঁরা জানান, এটা বিরাট জয়। আমরা জানতাম জিতবে এনডিএ, কিন্তু এত ভালোভাবে জিতবে তা বুঝতে পারিনি। এসআইআর প্রক্রিয়ার পরে ভুয়ো ভোটাররা চলে গেছে, প্রকৃত ভোটাররাই ভোট দিয়েছেন—তাই এই ঐতিহাসিক ফল।

তাঁরা আরও জানান, উন্নয়নের জন্য মানুষ ভোট দিয়েছেন। মোদিজীর নেতৃত্বেই এই বিজয় সম্ভব হয়েছে। বাংলাতেও সময়ের অপেক্ষা মাত্র। এসআইআর এর পরে যখন ভোট হবে, মানুষ দু’হাত তুলে মোদিজিকে আশীর্বাদ করবেন। বাংলার উন্নয়ন হবে, বর্তমানে যে অত্যাচার চলছে তা বন্ধ হবে।

বিজেপি সমর্থকরা এও জানান যে আজ দিনভর মিষ্টি বিলি করা হলেও আগামী দিনে আরও বড় উদযাপনের পরিকল্পনা রয়েছে। বাংলা বিজেপির পক্ষ থেকেও বিহারের এই জয়ে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে।


Share