Tiger in Bamandanga

বামনডাঙা চা বাগানে অবশেষে খাঁচাবন্দী চিতাবাঘ! দীর্ঘ আতঙ্কের পর স্বস্তিতে শ্রমিকেরা

গত মাসের ভয়াবহ বন্যায় নাগরাকাটা ব্লক ও বামনডাঙা চা বাগান এলাকা বিপুল ক্ষতির সম্মুখীন হয়। পাশাপাশি, সেই সময় আশেপাশের জঙ্গল এলাকা থেকেও বহু বন্যপ্রাণী ভেসে যায়। প্রায়ই বন্যার পর থেকেই এলাকায় বন্যপ্রাণীর দেখা মেলে।

বামনডাঙা চা বাগানে খাঁচাবন্দী চিতাবাঘ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ০২:৪৭

নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে অবশেষে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। গত কয়েক দিন ধরেই ওই চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা নিয়ে স্থানীয় শ্রমিকেরা আতঙ্কে ছিলেন। দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। অবশেষে ভোররাতে বন দফতরের পাতা ফাঁদে খাঁচায় বন্দী হয় ওই চিতাবাঘটি।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই বামনডাঙা চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছিল। শ্রমিকদের চোখে পড়তেই তারা খবর দেন বন দফতরের খুনিয়া রেঞ্জ অফিসে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চা বাগানে একটি খাঁচা রেখে ফাঁদ পেতে রাখেন। তাতে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয়। অবশেষে রবিবার ভোররাতে সেই খাঁচাতেই বন্দী হয় পূর্ণবয়স্ক চিতাবাঘটি। চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করা হবে চিতাবাঘটির।

সূত্রের খবর, গত মাসের ভয়াবহ বন্যায় নাগরাকাটা ব্লক ও বামনডাঙা চা বাগান এলাকা বিপুল ক্ষতির সম্মুখীন হয়। পাশাপাশি, সেই সময় আশেপাশের জঙ্গল এলাকা থেকেও বহু বন্যপ্রাণী ভেসে যায়। প্রায়ই বন্যার পর থেকেই এলাকায় বন্যপ্রাণীর দেখা মেলে। তার ওপরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আরও আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয়দের মধ্যে। অবশেষে চিতাবাঘ বন্দী হওয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বামনডাঙা চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।


Share