Malda Murder Mystery

গভীর রাতে নৃশংস খুন, বৈষ্ণবনগরের কেবিএস ছোটো কামাতে মৃত অবস্থায় উদ্ধার আতাবুর রহমান

মালদহে কেবিএস ছোটো কামাত এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে খুন। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শোকাগ্রস্ত নিহতের পরিবার
নিজস্ব সংবাদদাতা, বৈষ্ণবনগর
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩

মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত কেবিএস ছোটো কামাত এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে খুনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে হঠাৎই ঘর থেকে আতাবুর রহমানের গোঙানির আওয়াজ পান পরিবারের সদস্যরা। আওয়াজ শুনে তারা ঘর থেকে বেরোনোর চেষ্টা করেন কিন্তু দেখা যায় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

​বিপত্তি বুঝে পরিবারের লোকজন চিৎকার শুরু করেন এবং কোনোক্রমে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন আতাবুর রহমান এবং তার মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। তারা ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই খুনের ঘটনার সাথে জড়িত, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share