Dead body found

বড়দিনের সকালে শিলিগুড়ির ফুলবাড়িতে উদ্ধার নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ, তদন্তে জলপাইগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার একটি ক্যানেল থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফুলবাড়ির একটি ক্যানেল থেকে উদ্ধার মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৪

বড়দিনের সকালে শিলিগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার একটি ক্যানেল থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার মৃতদেহ। মৃতার নাম মনেশ্বরী রায় (৬৩)। জানা গিয়েছে, তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ১৮ তারিখ সকাল ন’টা নাগাদ মনেশ্বরী রায়ের ছেলে বিজয় রায় ও তাঁর স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন। কিছুক্ষণ পর মনেশ্বরী রায় নিজেও বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে বিজয় রায় ও তাঁর স্ত্রী বাড়ি ফিরে এসে দেখেন, মনেশ্বরী রায় বাড়িতে নেই। এরপর আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ মেলেনি।

শেষমেশ ১৮ তারিখই নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন বিজয় রায়। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

আজ, বড়দিনের সকালে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ক্যানেল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃত মহিলাকে দেখে চিনতে পেরে তাঁর পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে বিজয় রায় ও পরিবারের সদস্যরা মৃতদেহটি মনেশ্বরী রায়ের বলেই শনাক্ত করেন।

কীভাবে ওই বৃদ্ধা মহিলার দেহ ক্যানেলে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share