Raju Bista

চা শ্রমিকদের মজুরি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির, রাজ্যের দায়িত্ব মনে করালেন রাজু বিস্তা

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাজ্য সরকারের দায়িত্ব বলে শিলিগুড়িতে মন্তব্য করেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। ৩০০ টাকা মজুরির প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি।

রাজু বিস্তা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ০৭:২৫

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত এই মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।

রবিবার শিলিগুড়িতে ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অধিবেশনে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া চারটি নতুন শ্রম আইন-এর সুফল নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন শ্রম আইন কার্যকর হলে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও সুবিধা মিলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এই মঞ্চ থেকেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। উল্লেখ্য, শনিবার আলিপুরদুয়ার জেলায় চা শ্রমিকদের সঙ্গে এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করা হবে।

এই প্রসঙ্গে রাজু বিস্তা জানান, কেন্দ্র সরকার শ্রমিক কল্যাণে একাধিক প্রকল্প চালু করলেও চা শ্রমিকদের মজুরি নির্ধারণের দায়িত্ব রাজ্য সরকারের হাতেই রয়েছে। তাই মজুরি বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি না দিয়ে রাজ্য সরকারকে তাদের দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


Share