Hindu Rights Protest

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ, ‘বাংলাদেশ বয়কট’-এর ডাক

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল। ‘হিন্দু গণহত্যা বন্ধ’ স্লোগানে উত্তাল শহর। ভারত সরকারের হস্তক্ষেপ ও কড়া কূটনৈতিক অবস্থানের দাবি জানান নেতৃত্ব।

ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও হিংসার অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা। শুক্রবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ পথ ধরে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ‘হিন্দু গণহত্যা বন্ধ করুন’ এবং ‘বাংলাদেশকে বয়কট করুন’ স্লোগান তোলেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি ভারত সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা। মিছিল থেকে বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও ওঠে।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 


Share