Tevaga Express Upgraded

পুরোনো আইসিএফকে বিদায়, জার্মান প্রযুক্তির এলএইচবি কোচে নতুন যাত্রা বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসের

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে যুক্ত হল অত্যাধুনিক জার্মান প্রযুক্তির এলএইচবি কোচ। উন্নত সুরক্ষা ও আরামের প্রতিশ্রুতিতে খুশি যাত্রীরা।

তেভাগা এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৩৯

দীর্ঘদিনের দাবি পূরণ হল অবশেষে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম পুরোনো বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে যুক্ত হল অত্যাধুনিক জার্মান প্রযুক্তির এলএইচবি কোচ। এতদিন এই ট্রেনে ব্যবহৃত হচ্ছিল পুরোনো আইসিএফ কোচ। মঙ্গলবার সকালে নতুন কোচ সংযোজনের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কাটিহার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নাড়া। মঙ্গলবার সকাল পাঁচ'টা ৪৫ মিনিটে সবুজ পতাকা নেড়ে ২২টি এলএইচবি কোচ নিয়ে তেভাগা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ নভেম্বর বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে কলকাতার সঙ্গে বালুরঘাটের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। সপ্তাহে ছ’দিন, সোমবার থেকে শনিবার পর্যন্ত ভোর পাঁচ'টা ৪৫ মিনিটে ট্রেনটি বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, শনিবার বাদে সপ্তাহের বাকি ছ’দিন দুপুর ১২টা ৫৫ মিনিটে কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশে যাত্রা করে এই ট্রেন।

এতদিন ট্রেনটিতে মোট ২৪টি আইসিএফ কোচ ছিল। নতুন এলএইচবি কোচ সংযোজনের পর কোচের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২টিতে। তবে রেল সূত্রে জানানো হয়েছে, কোচের সংখ্যা কমলেও মোট আসনসংখ্যা অপরিবর্তিত থাকবে।

আইসিএফ কোচ ১৯৫০-এর দশকে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়। তুলনামূলকভাবে এই কোচের নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তি পুরোনো, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। অন্যদিকে, জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচে রয়েছে উন্নত সুরক্ষা ব্যবস্থা ও ডিস্ক ব্রেকিং সিস্টেম। এই কোচের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

দীর্ঘদিন ধরেই তেভাগা এক্সপ্রেসের পুরোনো কোচ নিয়ে যাত্রীদের নানা অভিযোগ ছিল। এবার সব কোচ বদলে যাওয়ায় খুশি জেলার বাসিন্দারা। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, নতুন এলএইচবি কোচ অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ। এই কোচে যাতায়াতও অনেক আরামদায়ক।


Share