ASHA Workers Protest

একাধিক দাবিতে আশা কর্মীদের মহকুমা পরিষদ ঘেরাও অভিযান, স্বাস্থ্য পরিষেবায় ভোগান্তি সাধারণ মানুষের

বেতন বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো-সহ একাধিক দাবিতে এদিন ফের মহকুমা পরিষদ অভিযান করেন আশা কর্মীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আলোচনায় বসে সমাধান সূত্র বের না হলে ভবিষ্যতে কর্মসূচি আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আশা কর্মীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৭

লাগাতার কর্মবিরতিতে রয়েছেন আশা কর্মীরা। বেতন বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো-সহ একাধিক দাবিতে এদিন ফের মহকুমা পরিষদ অভিযান করেন তাঁরা। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকার আশা কর্মীরা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহকুমা পরিষদ চত্বর।

আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। সময় মতো ইনটেনসিভও পান না তাঁরা। কাজের চাপ ক্রমশ বেড়েই চলেছে। এসব দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের।

আশা কর্মীদের আন্দোলনের কারণে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি, গর্ভবতী মায়েদের পরিচর্যা, টিকাকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সচেতনতা কার্যক্রম কার্যত থমকে গিয়েছে। ফলে গ্রাম ও শহরতলির বহু মানুষই সমস্যায় পড়েছেন।

আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আলোচনায় বসে সমাধান সূত্র বের না হলে ভবিষ্যতে কর্মসূচি আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


Share