Siliguri Security Boost

সিসিটিভি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক, হকার্স কর্নার পরিদর্শনে মেয়র

শিলিগুড়িতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে পিডব্লিউডি বাংলোতে বৈঠক। সিসিটিভি, পার্কিং ও যানজট নিয়ে আলোচনা শেষে হকার্স কর্নার সরজমিন পরিদর্শনে মেয়র গৌতম দেব।

বৈঠক শেষে পরিদর্শনে গৌতম দেব-সহ আধিকারীকেরা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:১০

শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে বুধবার সিসিটিভি নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর-সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা।

বৈঠকে শহরের নিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, শহরের যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে বাজার এলাকাগুলিতে সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হকার্স কর্নার, মহাবীরস্থান-সমেত অন্যান্য ব্যস্ত বাজার এলাকায় কীভাবে কার্যকর পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যায়, তা নিয়ে মত বিনিময় হয়।

শহরের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বৈঠকে উপস্থিত আধিকারিকরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠক শেষে মেয়র গৌতম দেব এসজিডিএর চেয়ারম্যান দিলীপ দুগ্গারের সঙ্গে পায়ে হেঁটে হকার্স কর্নার এলাকা পরিদর্শনে যান। সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। মূলত বৈঠকে আলোচিত বিষয়গুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সরজমিন পরিদর্শন বলে জানা গিয়েছে।

পরিদর্শন শেষে দিলীপ দুগ্গার জানান, শহরের যানজট এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।


Share