Sukanta Majumdar

‘গণতন্ত্রের ওপর আঘাত’, বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

পুলিশের উপস্থিতিতেই শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনাকে ‘গণতন্ত্রে আঘাত’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে দাবি করে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি বিজেপির।

শিলিগুড়িতে সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:১০

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনাকে ‘লজ্জাজনক’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনাকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের বর্বরতা বিজেপি কোনও ভাবেই মেনে নেবে না।”

রবিবার সকালে একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, শাসকদলের মদতেই বিরোধী নেতাদের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি জানান, পুলিশের সামনেই যদি এ ধরনের ঘটনা ঘটে, তা প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ের রাজনীতি চালু করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি নেতৃত্ব ও কর্মীদের দমন করতে এই ধরনের আক্রমণ নতুন নয়। তবে এসব কৌশলে বিজেপি দমে যাবে না। বরং আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হবে।


Share