Fake Currency Bust

বাংলাদেশে অশান্তির আবহে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জাল নোট চক্র, মালদহে উদ্ধার আট লক্ষ টাকার ভুয়ো নোট, গ্রেফতার আনারুল শেখ

বাংলাদেশে চলমান অশান্তির আবহে সীমান্তে নজরদারি বাড়াল মালদহ পুলিশ। সেই প্রেক্ষিতেই বৈষ্ণবনগরে ধরা পড়ল জাল নোট পাচারকারী, উদ্ধার আট লক্ষ টাকার নকল ৫০০।

উদ্ধারকৃত আট লক্ষ টাকার জালনোট
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

মালদহে জাল নোটের অবৈধ কারবার রুখতে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে ফের বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার হল মালদহে। বৈষ্ণবনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জাল নোট পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আট লক্ষ টাকার জাল নোট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আনারুল সেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। অভিযোগ, সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটরবাইকে করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মালদহ জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে এই খবর পায় এবং তাৎক্ষণিকভাবে বৈষ্ণবনগর থানাকে জানানো হয়। সেই তথ্যের ভিত্তিতে শনিবার সকালে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে আনারুল সেখকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে আট লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত নোটই ৫০০ টাকার বলে পুলিশ জানিয়েছে।

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে এত বিপুল পরিমাণ জাল নোট সংগ্রহ করেছিল এবং কোথায় সেগুলি পাচার করার পরিকল্পনা ছিল, তা জানতেই তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।


Share