Siliguri arms incident

শিলিগুড়িতে আমেরিকান অটোম্যাটিক পিস্তল উদ্ধার, দিল্লি ব্লাস্টের পর নিরাপত্তায় নতুন মোড়

দিল্লি বিস্ফোরণের পর কড়া নজরদারির মধ্যেই শিলিগুড়িতে বড় সাফল্য—নামচি বাস স্ট্যান্ড থেকে মার্কিন অটোম্যাটিক পিস্তল সহ যুবক গ্রেফতার, অস্ত্রচক্র নিয়ে তৎপর পুলিশ।

শিলিগুড়ি জাংশন থেকে উদ্ধার পিস্তল এবং কার্তুজ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৩:৪৫

দিল্লির গাড়ি ব্লাস্টের পর শিলিগুড়িতে জারি হওয়া উচ্চ সতর্কতার মধ্যেই বড় সাফল্য পুলিশের। শুক্রবার রাতে জাংশন সংলগ্ন নামচি বাস স্ট্যান্ড এলাকা থেকে মার্কিন তৈরি একটি অটোম্যাটিক পিস্তল এবং দুটি জীবন্ত কার্তুজ উদ্ধার হল। ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে প্রধাননগর থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ নাকা চেকিং ও স্পেশাল ড্রাইভ চলাকালীন সন্দেহজনক ভাবে এক যুবক ঘোরাফেরা করছিল। তাকে আটক করে তল্লাশি চালাতে তার কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম সাগর মঙ্গর(২৭)। বাড়ি কালিম্পং। অভিযোগ, ওই যুবক শিলিগুড়িতে বিভিন্ন অবৈধ কাজে জড়িত ছিল।

দিল্লি বিস্ফোরণের পর সতর্কাবস্থায় থাকা শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে বড় সাফল্য বলে মনে করছে পুলিশ। গত ১৪ দিনের মধ্যে এটি প্রধাননগর থানার পুলিশের দ্বিতীয় অস্ত্র উদ্ধারের ঘটনা।

একটি পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া আমেরিকান অটোম্যাটিক পিস্তলের কালোবাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দাম দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে। প্রাথমিক জেরায় সাগর মঙ্গর জানিয়েছে, অভিযুক্ত বাইরে থেকে অস্ত্রটি এনে শিলিগুড়িতে বিক্রি করার উদ্দেশ্যে বাস স্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন অস্ত্রটি কোনও বড় অপরাধে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না। পাশাপাশি অভিযুক্তের পূর্ব অপরাধমূলক ইতিহাসও খোঁজা হচ্ছে।

গ্রেফতারের পর অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তাকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে, যাতে জিজ্ঞাসাবাদে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত পুরো চক্রকে উন্মোচিত করা যায়। পুলিশের অনুমান, তদন্ত এগোলে সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।


Share