Siliguri Political Push

বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৎপরতা তুঙ্গে, শিলিগুড়িতে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা ও যুব কমিটি ঘোষণা

বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল ও যুব তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল শাসক দল।

সাংবাদিক বৈঠক
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১২:২৪

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সবকটি দলই এই অঞ্চলে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে মরিয়া। এই আবহেই শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল শাসক দল।

বছরের শুরু থেকেই উত্তরবঙ্গকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি নিয়েছে বিরোধী দল বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও শিলিগুড়িতে জনসভা-সহ নানা কর্মসূচি নির্ধারিত। সব মিলিয়ে উত্তরবঙ্গকে শক্ত ঘাঁটি করতে বিজেপির প্রস্তুতি যে জোরদার, তা স্পষ্ট।

তবে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি শিলিগুড়ি সফরে আসবেন। তাঁর সফরের প্রথম কর্মসূচি হিসেবে মহাকাল মন্দিরে শিলান্যাসের কথা রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত নয়, তবে আগামী সপ্তাহেই তাঁর শিলিগুড়ি সফর কার্যত নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন। শিলিগুড়িতে এসে তিনি একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে খারাপ ফল এবং আগের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার সবকটি আসনেই পরাজয় তৃণমূলের কাছে বড় ধাক্কা ছিল। শিলিগুড়ি, মাটিগাড়া ও নকশালবাড়ি এই তিনটি এলাকাই হাতছাড়া হয়েছিল শাসক দলের।

তবে পুরসভা ও মহকুমা পরিষদ নির্বাচনে ভালো ফল পাওয়ায় এবার সেই জনসমর্থনকে পুঁজি করে ঘরে ঘরে প্রচারে জোর দিতে চাইছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ‘রিপোর্ট কার্ড’ নিয়েই ভোটের ময়দানে নামতে প্রস্তুত দলীয় কর্মীরা। সেই লক্ষ্যেই নবীন ও তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দল।

এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)-এর চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল নতুন জেলা কমিটির তালিকা প্রকাশ করেন। দলীয় বিবৃতিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা কমিটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক স্তরে চেয়ারম্যান ও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস (সমতল)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটিও গঠিত হয়েছে।

বছরের প্রথম দিনেই সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তরবঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিতে চাইল তৃণমূল কংগ্রেস।


Share