Rape Allegations

মাটিগাড়ায় ধর্ষণ অভিযোগে এখনও অধরা অভিযুক্ত, গ্রেফতারির দাবিতে বালাসন ব্রিজ অবরোধ স্থানীয়দের

শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন ব্রিজে অবরোধ করে স্থানীয়েরা। মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা হয়। দীর্ঘ যানজটের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

ধর্ষণ কাণ্ডে গ্রেফতারির দাবিতে অবরোধ।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৮:৪৫

প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির মাটিগাড়ায়। অভিযোগ, ৬২ বছরের এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে প্রায় এক মাস আগে ওই নারীকে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। বুধবার এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা।

এ দিন সকালে এশিয়ান হাইওয়ে ২-এর বালাসন ব্রিজে অবরোধে বসেন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলায় ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অভিযোগকারীদের বক্তব্য, “এক মাস কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে ধরার কোনো উদ্যোগ নেয়নি। প্রশাসন নিশ্চুপ থাকায় রাস্তায় নামতে বাধ্য হতে হয়েছে।” অবশেষে পুলিশের ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বোঝান। পরে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়েরা।


Share